PRE TREATMENT

Multi-functional scouring Agent

(Low Temperature Detergent-D100% Powder)
১। স্কাওয়ারিং(Scouring)
যে সিক্ত প্রক্রিয়ায় অ্যালকালি সহযােগে টেক্সটাইল দ্রব্য হতে তেল, চর্বি, মােম এবং অন্যান্য অপদ্রব্য দূর করা হয়, তাকে স্কাওয়ারিং বলে।

২। স্কাওয়ারিং এর প্রয়ােজনীয়তাঃ
* টেক্সটাইল দ্রব্য হতে প্রাকৃতিক এবং যােগকৃত অপদ্রব্য যেমন তেল, চর্বি, মােম ও অন্যান্য অপদ্রব্য ইত্যাদি দূর করা।
* টেক্সটাইল দ্রব্যের পানি পছন্দ করা বৈশিষ্ট্য (Hydrophilic) দান করা ও তার শােষন ক্ষমতা বৃদ্ধি করা।
* ব্লিচিং প্রক্রিয়ার সাহায্যে প্রাকৃতিক রংNatural colour) দূর করার ক্ষেত্র কাপড়কে উপযােগী করে তোলা।
* অ্যালকালি সহযােগে কাপড়কে পরিস্কার করা।
* সেলুলােজের কোন ক্ষতি না করে নন সেলুলােজিক (Non-cellulosic) পদার্থ দূর করা।
পরবর্তী ব্লিচিং, ডাইং, প্রিন্টিং ও ফিনিশিং এর জন্য কাপড়কে উপযােগী করে তোলা।

৩। ব্লিচিং এর প্রয়ােজনীয়তাঃ
* কাপড় হতে প্রাকৃতিক রং দূর করা।
* কাপড় যাতে প্রকৃত এবং স্থায়ী ধবধবে সাদা হয় তা নিশ্চিত করা।
* কাপড়কে হাইড্রোফিলিক প্রকৃতির করে তােলা যাতে পরবর্তী ফিনিশিং প্রক্রিয়া যেমন ডাইং, প্রিন্টিং ইত্যাদি কাজে সুবিধা হয়।
* কাপড়ের শােষণ ক্ষমতা বৃদ্ধি করা।
* পরবর্তী প্রক্রিয়াগুলােতে সময় , শ্রম এবং কেমিক্যাল সাশ্রয় করা।
* কাপড় ব্লিচিং করা হলে ডাইং এ সুষম শেড (Uniform Shade) পাওয়া যায়।

৪। একই ধাপে মেশিনে স্কাওয়ারিং (Scouring) ও ব্লিচিং (Bleaching) পদ্ধতির রেসিপিঃ
ক) স্কাওয়ারিং

* কষ্টিক সােডা(NaoH) ১-৩% (প্রসেসকৃত কাপড়ের ওজনের শতকরা হারে)
* সােডিয়াম কার্বনেট(Napco3;) ১-১.৫% (প্রসেসকৃত কাপড়ের ওজনের শতকরা হারে)
* Detergent D-100% ০.২% (প্রসেসকৃত কাপড়ের ওজনের শতকরা হারে)
* কাপড় ও লিকারের/পানির অনুপাত ১:৩ বা ১:৫
* তাপমাত্রা < ৭০°C
* সময় ৩০ মিনিট

খ) ব্লিচিং পদ্ধতিঃ
* কাপড় ও পানির অনুপাতে 1:3 বা 1:5।
* Detergent D-100% 1.5gm/liter (From 1:10 solution)
* হাইড্রোজেন পারঅক্সইড। 2.5-4gm/liter
* Stabilizer-1+DP100% 3-5cc/ liter (1:10-15 অনুপাতে পূর্বে গুলাননা Stock থেকে)
* তাপ 70-80°C
* সময় 40-60 মিনিট